হালকা উচু বৃক্ষের পালক ফাঁকে
তীর্যক দৃষ্টিতে তাকিয়ে দেখছি,
তোমার চলন বলন ।
আর নয়নাদর্শনে স্বার্থক করছি,
হৃদয় নিংড়িয়ে সৌরভ ছড়াচ্ছি,
তোমার দেহের পল্লবে পল্লবে,
ভাবতে পারো আমি পেঁচা ।


আমি দাড়িয়ে বিশাল দেহ নিয়ে,
আমার মস্থিস্কে উপভোগ করছি,
মেঘছুটের শীতল পরশ।
নিম্মমুখী তাকিয়ে আছি
তোমার ঢেউখেলা চুল আর
দামাল দোলানো দেহ ,
ভাবতে পারো আমি দৈত্য।


অধরা অস্পষ্ট প্রেম পারুচা পাহাড়ে,
জলভাঙ্গা মাতাল স্রোতের মতো
নিরবধি বয়ে চলেছি ।
পাহাড়ি ঝর্ণা হয়ে তোমাকে দেখছি,
তোমার শরিরী উত্তাপে লতানো
বাহু উচিয়ে আমায় স্পর্শ করছো.
ভাবতে পারো আমি পাহাড়ি ঝর্ণা ধারা।