আমি
কর্মহীন আজ,
নেতিবাচন হল লাজ,
অশ্রুপাত অস্থির অনলে সন্ধ্যাসাজ,
ঘরময় বিষবাস্পে বিরানভুমি হল আজ
প্রস্তূরিত কষ্টের স্তূপ অভাবের জলস্রোতে সর্বনাশ ।


আবার
পরিবর্তন দরকার,
পরাজয় নয় আর,
ইতিবাচক দৃষ্টিভংগী করি এবার,
কর্মে নেই লাজ কর্মই সার ,
না হউক কেউ কারো আমি সবার ।


নেবো
সঠিক সিদ্ধান্ত,
হবে আপন পরিশুদ্ধ,
করবো ইচ্ছের বিরুদ্ধে বিক্ষুব্ধ,
ভাংগবো তালা থাকবোনা অলসতায় আবদ্ধ,
সত্য শ্রম সৌভাগ্যের প্রসুতি হবো প্রতিজ্ঞাবদ্ধ ।