এসো নানু মোর হাত ধরে
বাশঁখালী থানার
আমার কাথাঁরিয়া গাঁয় ।


কুল পাকাঁ ফাগুনে
কোকিলের কলতানে
বৈঠা মাঝি ভাটিয়ালী গায় ।


লাঙ্গল কাধেঁ সামনে গরু
হাতে আছে পিঠানী,
গামছা কাধেঁ কৃষক ছুটে যায় ।


ভোরের পাখিঁ কিছির মিছির
স্বপ্নের ঘুম ভাংগে,
ডাহুক ডাকে বাশঁঝাড়ে সন্ধ্যানামায় ।


ভয় নেই নানু আমিতো আছি
আমায় শক্ত করে ধরো,
অন্ধ আখিঁ ভুলিয়ে ধীরে বারেক পায় ।


শেওলা দীঘির পাড়ে
ময়ূর নাচন দেখবে
পলকহীন ভুতুম পেচা তাকিয়ে শুধু রয় ।


আম কাঠাঁলের গন্ধে
দামাল সব মাতাল হাওয়া
সুবাশিত গন্ধ ছড়িয়ে যায় ।


নানুর কথা পড়বে মনে ?
আমি আছি তোমার সনে ,
মায়া ভরা সবুজ শ্যামল গাঁয় ।