আহারে বাংলো—
কত মমতার বাধঁন ছিলে তুমি ,
সামরাজ্যবাদের লোক দেখানো,
মায়াবি রক্ত চক্ষুতে,
তুমি আজ ডিজিটাল বাংলা ।


নীরব রক্তচোষা পোকা ,
অশরীরি আতংকে আম জনতার
রক্ত প্রবাহে হিমসম শিহরণ ।
মমতাময়ী বিধ্বংশী পিশাচর বেশে,
মায়াবী বাংলোকে,
নিঃশ্বেস করে দিলে ।


সহায় সম্বল ছন্ন ছাড়া,
নিরাশ্রয়ে নিষ্পেষিত রাজার নীতির ,
কর্তা বাবুর  দরবারে,
আপন সভ্যতা কবর দিয়ে, বাচাঁর তাগিদে
সাহায্যের লম্বা লাইন ।


বন্ধুর বেশে সুন্দর অংগে
সুহৃদ সুজন হয়ে, উপড়ে ফেললে,
বাংলো মায়ের মমত্বের বাধঁন ।
আহারে বাংলা ,
আগামী প্রজম্মের কাছে
তুমি রূপকথার গল্প ছাড়া
অন্য কিছু নয় ।