ছিলাম তো বেশ মৃদু আলোতে,
অধিক আলোর লালসা,
নেমে এলো অমাবশ্যার ঘোর আঁধার,
অনির্দিষ্ট কালের কষ্টের মাঝার ।
শুধু বেঁচে থাকার নিছক অভিনয় করছি ।
উপভোগ করছি অসহনীয় কষ্ট,
প্রচন্ড বেদনা,সময় বহে যায় ,
দুঃচিন্তার মায়া জালে ।


প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাহাড়
ধ্বংস করেছি নষ্ট করেছি,
তার সম্পদের অট্রলিকার পাহাড়,
কি দিলাম কি পেলাম!
পাওয়ার যোগফল নিত্য শুন্য ।


মড় মড় শব্দে হৃদয় পাজর ভাঙ্গে,
স্মৃতিরা হাত নেড়ে পালায়,
আর চিৎকার করে বলে------
তুই শুধু নিয়েছিস,দিলিনা কিছুই,
স্বপ্ন দেখাইলি বটে বাস্তবায়ন করলি না ।


তাই যদি হয় ---
আমি মুক্তি চাই,
শুকনো বালিতে যতই জল ঢালি
ততোক্ষন সতেজতা ।
এভাবে তো বেঁচে থাকা যায় না ।