মস্ত বড় এক সাহিত্য-সমালোচক
বললেন, মুচকি হেসে-
"বুঝলে বাছা, তোমার কবিতায় ছন্দ নেই,
সবই কেবল ভাসা ভাসা আবেগ!


নিজেদের লেখা, নিজেরা সমালোচনা-
না করলে সাহিত্যমান বাড়বে, বলো?"


শুনে বড় আঘাত পেলুম,
আমি হতভাগা কবি এক।
কবিতার ছন্দেই জানি প্রকাশিত-
হয় কবিদের আবেগ!


জীবনযুদ্ধের আবেগী সৈনিক আমি-
আবেগ দিয়ে যুদ্ধ করি,
নিষ্ঠুর তলোয়ারের ঝনঝনানি-
সইতে নাহি পারি!


ছন্দহীন কবিতা যদি হয়-
আবেগের বহিঃপ্রকাশ,
উদ্ভট কবির কলম জুড়ে-
রচিত হোক না ছাইপাশ!


আবেগহীন কবিতায় বলো,
ছন্দ মেলালেই বা কি হয়!
কবির কবিতাজুড়ে চিরকাল,
যেন আবেগের স্রোতধারা বয়।


শেষলগ্নে জিজ্ঞাসা করি-
সাহিত্যওয়ালাদের তরে,
উত্তর দিবেন দয়া যদি হয়-
হে গুরু, "কবিতা কাহারে কয়?"


-বর্ধমান/০৩ জুন, সতেরো।