আমার প্রিয় স্বদেশ-
এক রক্তাক্ত লাল পতাকা,
সবুজে সবুজময় তার বুক
নদীমাতৃক এই দেশে ছিল স্বর্গসুখ।।
কিন্তু এ কী-
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য
আজ খণ্ড-বিখণ্ড-
চারিদিকে শুধু মঞ্চ আর মঞ্চ-
চির ঐক্যবদ্ধ এই বাঙালিত্বের উপর
পড়েছে কালো হাত
রক্তাক্ত পতাকা , জাতীয় সংগীত আর
আমার স্বপ্নের স্বাধীনতা-
শকুনীরা মহানন্দে ব্যবচ্ছেদ করে।।
আর এদিকে!!
আমি নিশ্চুপ
গ্রীষ্মের দুপুরে শান্ত-নিঃস্তব্ধ গ্রামের মতো।
শরতের কাশবনের মতো
একেবারেই নিশ্চল আমি কারণ-
আমি মুসলিম
আমার যেভাবেই হোক ধ্বংস করতে হবে-
এই লাল-সবুজ পতাকা আর
তার জায়গায় উড়াতে হবে চাঁদওয়ালা তাওহীদের
পতাকা
কেননা আমি যে মুসলিম।
আমাকে হতে হবে হামযার মতো বড় বীর-
আমাকে ভেঙে ফেলতে হবে ঐ শহীদ মিনার কারণ-
ওটাতো পৌত্তলিকতার চিহ্ন।
জাতীয় সংগীত পরিবর্তন
করে গাইতে হবে জিহাদী গান আর
আমার বোনকে গৃহবন্দী করতে হবে।।
তাড়াতাড়ি যোগ দিতে হবে জিহাদী কাফেলায়-
হেফাজতে ইসলামে ।
গড়তে হবে মঞ্চ-হাজার-হাজার-লক্ষ লক্ষ
বাঙালিত্বকে মুছে ফেলতে হবে আর
সেখানে ঠাঁই দিতে হবে আমার অন্ধত্বকে।।
কিন্তু কেন!
আমি এসবের কিছুই জানি না,
আমি যে একবিংশ শতাব্দীর বাঙালি।
তাই-
ঐ শকুনীরা নিজের মতো করে মহানন্দে-
ছিন্ন-ভিন্ন করবে আমার ঐক্যকে,
সালাম-রফিক-মতিউরের রক্তভেজা পতাকাকে,
লাখো বীরাঙ্গনার সম্ভ্রমকে ।
আর আমি?
শুধুই দেখব কারণ আমি-
একবিংশ শতাব্দীর বাঙালী।
এই আমার প্রিয় স্বদেশ-বাংলাদেশ।
যা আজ কোটি মঞ্চে বিভক্ত।
মোঃ মেহেদী কাউসার
১২-০৪-২০১৩ইং।