জীবনের গতিপথ বড্ড বেশি এলোমেলো
কখনো সাদা কখনো কালো
কখনো আধার কখনো বা আলো


কখনো ভালো কখনো মন্দ
কখনো ছন্দ কখনো বা দ্বন্দ


কখনো বিচ্ছেদ কখনো বন্ধন
কখনো হাসি কখনো বা ক্রন্দন


কখনো জড়তা কখনো বেগ
কখনো বাস্তবতা কখনো বা আবেগ


কখনো মন্থর কখনো দুরন্ত
কখনো অস্থির কখনো বা শান্ত


কখনো ভাঙ্গে কখনো গড়ে
কখনো কাছে কখনো বা দূরে


কখনো উদারতা কখনো স্বার্থ
কখনো সফল কখনো বা ব্যর্থ


কখনো জড়তা কখনো বেগ
কখনো বাস্তবতা কখনো বা আবেগ


কখনো শান্তি কখনো ক্লান্তি
কখনো বিশ্বাস কখনো বা অবিশ্বাস


কখনো অবতারণা কখনো প্রতারণা
কখনো আশির্বাদ কখনো বা অভিশাপ


কখনো অভাব কখনো প্রাচুর্য
কখনো শূন্যতা কখনো বা মগ্নতা


কখনো সম্মান কখনো অপমান
কখনো প্রাপ্তি কখনো বা ত্যাগ


কখনো জন্ম কখনো মৃত্যু
কখনো শুরু কখনো বা শেষ