বৃস্টি ভেজা এ রাতে চাইছে মন তোমায় কাছে পেতে।
যদি থাকতে তুমি পাশে জীবনের গল্প শোনাতাম বসে।
না হয় বেরিয়ে পড়তাম হাতে হাত ধরে ঐ মেঠো পথের পরে।
কি? যেতে না তুমি আমার সাথে?
অজানার ঐ পথে...
শুধু হাতে হাত ধরে হাঁটতাম আর তোমার গান শুনতাম।
অন্ধকারের বুক চিরে চলে যেতাম ঐ নদীর তীরে।
বলতাম তোমায়,
চলো না বসি ঐ ডিঙ্গি নৌকায় আর ভেসে যাই অকুল দরিয়ায়।
সেথায় বাঁধবো মোরা ঘর থাকব জীবন ভর।
যেথায় থাকবে না কেউ শুধু তুমি আমি আর দরিয়ার ঢেউ।
খোলা আকাশের নিচে থাকব আমরা শুয়ে
চাঁদ আসবে আমাদের অতিথী হয়ে
শুনে মোদের মিষ্টি মধুর ছড়া
মিটিমিটি হাসত ঐ আকাশের তারা।
শুনে তোমার গান জেগে উঠত দরিয়ার প্রান।
এভাবেই চলত আমাদের পরম সুখের জীবন
একদিন সবকিছু নতুন করে শুরু করতো মরন।