অনেক দিন পরে আজ আবার তোমায় দেখলাম।
একটুয়ো বদলাওনি!
সেই আগের মত হালকা গোলাপি রংয়ের লিবিস্টিক মাখা ঠোট,কাজোল কালো কেশ,আর মুক্তোর মত জলজলে চোখ দুটো.....
আজো যেনো অবিকল সেই আগের মতই আছে।
ভাবিনি হটাত....যে এভাবে তোমার সাথে দেখা হবে।
দেখা হওয়া বল্লে ভুল হবে।
দেখলাম তো শুধু আমি। আর তুমি.....!!রক্ত জবার মত লাল আলতা রঙ্গা পাদুটো নরোম মাটিতে দৃরোভাবে ফেলে ছুটে চল্লে আপন গন্তব্যে।
আমাকে বুঝি একটু ফিরে দেখবারো সময় হলো না তোমার।     আর দশজন পথোচারির মতই তুমি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে।অথচো এক সময়....এই আমিই ছিলাম তোমার দুচোখ ঘেরা শত স্বপ্ন, শত প্রেম,শত আশা, শত ভালবাসা।
কিন্তু আজ......
আজ যেনো সেই আমিই হলাম তোমার কাছে সবচেয়ে বরো অচেনা......


তোমাকে এ জীবন থেকে হারিয়েও আমি অতোটা কস্টো পাইনি,যতোটা আজ তোমার এই অপরিচিতোর অভিনয়ে পেলাম।


আজ যেনো সমগ্র পৃথীবি সমো ওজন এসে আমার উপর পরলো....
সমস্ত কস্টো গুলো যেনো আজ আমাকে জরিয়ে রেখেছে কস্টের কলো চাদোরে।
আজ কেনো জানি আমার বড্ডো কাততে ইচ্ছে কোরছে....!
চিৎকার করে বলতে ইচ্ছে কোরছে... তুমি যতই দুরেঠেলে দেওনা কেনো তবুয়ো আমি শুধু তোমার... শুধু তোমা....... শুধুই তোমার......


================