জন্ম থেকে জলছি মাগো
সেই তুসের অনলের মতন
যা-কিনা তিলে তিলে নিঃশেষ
আর ধ্বংশ করে গড়ে তুলছে মোরে।


যদি পার মাগো-তোমার এই অভাগা সন্তানকে
হাতে ধরে টেনে উপরে তুল
না হয় সেই তুসের অনলের মধ্যে খানেতে
নিক্ষেপ করে আর ও আগুন জ্বালিয়ে দাও।


আমি-তো জন্ম নিয়েছি মাগো
দ’ুচোখ দিয়ে রক্তাশ্রু ঝড়ানোর জন্য
মানুসের হাসি, সুখ দুর থেকে অবলোকন করার জন্য
তিলে তিলে নিঃশেষ হবার জন্য।


এই জগতে আমার কোন সাধ নেই
নেই কোন উচ্চাশা
আছে শুধু ব্যাথা ভরা হৃদয়ের তিব্র যন্ত্রনা
হা-হা কার, হ্যায়হরদম হ্যায়হরদম মদ পাণ করা।