স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
এখনো খুজ্জচ্ছে তোমায় আম-জনতা
লুকিয়ে আছো এ কোন আঁধারে
এসে দাঁড়াও আম-জনতার কাতারে।


স্বাধীনতা তোমাকে খুজ্জচ্ছে ধর্ষিতা মেয়েটি
খুঁজতে খুঁজতে ক্লান্ত দেহ নিয়ে লুটিয়ে পড়ে মৃত্তিকায়।
তোমাকে খুজ্জচ্ছে বাংলার আঠারো কোটি শ্বাসরুদ্ধ মানুষ
হে স্বাধীনতা, তুমি এসে ভেঙে দাও শৃঙ্খল পরাধীনতা।


স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
তোমাকে পেতে সম্ভ্রম হারিয়েছে কতো মা-বোন
বুকের তাজা রক্ত দিয়ে আখাউড়ার বুকে ঘুমিয়ে আছে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল
মৃত্যুর নিশান উড়িয়ে ছুটে গিয়েছে হাজারো দামাল।


কোথায় হে স্বাধীনতা তুমি?
৭১-এ মানুষ মরেছিল কি পেতে শুধু ভূমি?
রাজনৈতিক নেতার মতো তুমিও শিখে গিয়েছো পদলেহন
তৈলাক্ত মাথায় ঢালো তেল, তেলহীন মাথায় বেল।


স্বাধীনতা তুমি ক্ষমতাসীনদের হাতের পুতুল
ওঁরা যেভাবে নাচাই তুমিও ঠিক সেইভাবে নাচো
তুমি হাস মজলুমের চিৎকার শুনে --
তুমি নাচো প্রভাবশালীদের হুকুমে।


দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারিনা হৃদয়ের কথা
স্তব্ধ করে দিতে আসে কণ্ঠ হাতে ল’য়ে লাঠি-বৈঠা
জায়নামাজে বসে পিতা ঝরায় অশ্রু --
শাড়ীর আঁচলে মা মুছে তার অশ্রুসিক্ত আঁখি।