এই শহরে ক্ষুধার জ্বালা মানুষ আত্মহন্তা করে
খুব যত্ন করে লালন-পালন করা সন্তানেরা গাঁও ছেড়ে
শহরে সুউচ্চ কাঁচের প্রাচীর মুড়িয়ে ভবন তৈরি করে
পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আরাম আয়েশে থাকে।


এই শহরের প্রাচীরে প্রাচীরপত্রে লিখা থাকে
"দু'বেলা দুমুঠো খাবারের বিনিময়ে পড়াতে চাই "
সন্তানের মানষিক নির্যাতন শহরবাসীকে জানিয়ে
নিজের পিস্তল ঠেকিয়ে নিজে গুলি করেন।


এই শহরে যে যার যার মতো ছুটছে
প্রতিযোগিতায় নেমেছে সুউচ্চ অট্টালিকা গড়ার
মজলুমের রোদন এই শহরের দেয়াল ভেদ করতে পারে না
প্রতিপত্তি চায়, বিত্ত চায়, হালাল হারাম তাতে কি আসে যায়।


এই শহরে ডাস্টবিন থেকে কুড়িয়ে
কুকুর আর মানুষ এক সাথে খাবার খায়
ফুটপাতে কুকুরকে জড়িয়ে কতিপয় মানুষ ঘুমায়
সময় নেয় বাবুদের হাতে চোখ ঘুরিয়ে দেখার।


আমি পাগলী মায়ের সন্তান, বুকে অদম্য, অনবদ্য সাহস
আমি এই শহরের সব প্রাচীর ভেঙে উপড়ে ফেলবো অট্টালিকা
আমি এই শহরে সমতা আনবো জুলুম আর মজলুমের
মজুত কৃত খাদ্য বন্টন করে আহার আর অনাহারের।