আমি স্বাধীনতা,
আমি হাঁটতে হাঁটতে কিংবা নাচতে নাচতে সোনার বাংলায় আসিনি
লাখো মানুষের জীবন প্রদীপ নিভিয়ে
হাজারো মা'য়ের সন্তান বিসর্জনে
শতাধিক বোনের সম্ভ্রমের বিনিময়ে আমি এসেছি।


আমি স্বাধীনতা,
আসার পথে পথিমধ্যে কোন বাহন পাইনি
রক্তনদী সাঁতরায়ে পাড়ি দিয়ে এসেছি
পঞ্চাশ বছর পরও আমার দেহে তাজা রক্তের ঘ্রাণ পাই।
আমি আজ-ও রাঙা হয় খুন হওয়া মানুষের খুনে
রঞ্জিত হয় ধর্ষিত নারীর লোহিত লহুে।


আমি স্বাধীনতা
আমাকে নিয়ে আসার পঞ্চাশ বছর পরও
এদেশের একশ্রেণীর মানুষের মুষ্টিবদ্ধ হাতে আমি আজও বন্দী
আরেক শ্রেণীর মানুষ লড়ছে আমাকে মুষ্টিবদ্ধ হাত থেকে মুক্তি করতে, শরাব পিলাতে।


আমি স্বাধীনতা
ভাঙতে এসেছি অনিয়ম অন্যায়, উশৃংখল, পরাধীনতা
আমি মুক্তি দিতে এসেছি মজলুম জনতা।
আমি খেতে আসিনি জামাই-ষষ্ঠী কিংবা ইলিশ ভাজা
করতে আসিনি কালক্ষেপণ
আমি চূর্ণবিচূর্ণ করতে এসেছি আছে যতসব অনিয়ম।


আমি স্বাধীনতা
স্বাদ দিতে এসেছি মুক্তির - বিজয়ের
আমি পূর্ণ অধিকার দিয়ে ভূলুণ্ঠিত করতে এসেছি অশাসন।
আমি স্বৈরশাসকের পিঞ্জর ভেঙে মুক্ত করতে এসেছি পাখি
উপড়ে ফেলবো চোখ রাঙানো আঁখি।


আমি স্বাধীনতা
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত ভূখণ্ড -
সবুজের বুকে লাল বৃত্তটি আমি
আর কতোকাল রাখবে মুষ্টিবদ্ধ হাতে আমায়
আমি একদিন নিউট্রন বোমার মতো ফেটে গিয়ে
আবার রক্তাক্ত করে রাঙিয়ে দেবো এই ভূমি।