অকূল পাথারে ভাসছে মোর তরী
এসো হাতে হাত রেখে সংকল্প করি।
জিহবার আঘাতে ভাঙ্গবো না কারোর হৃদয়
ছোট-বড় সকলের প্রতি থাকবো মোরা সদয়।
মেলার মতো মেলে দ্যাখো দুচোখ --
আশেপাশে কতো মানুষের লেগে আছে ভুখ।
সাধ্যের ভিতর দিতে গিয়ে অন্ন
বানিয়ে দিও না বুভুক্ষুদের বাজারের পণ্য।
জাগিয়ে তোল অসাড়, নীরস, নিবন্ত মানবতা
পৃথিবী ছাড়িয়ে ছড়িয়ে যাক প্রাণ-লতা।
সকলের হৃদয় ক্যানভাসে আঁকুক ছবি
হও তুমি মানব আত্মার মানবতার কবি।
"সকলের তরে সকলে মোরা,প্রত্যেকে মোরা পরের তরে"
কবি-র এ কথাটি হৃদয়ে ধরে
বুভুক্ষু পেট ভরাতে,অধিকার ফেরাতে যাবো লড়ে।
অকূল পাথারে ভাসছে মোর তরী --
এসো হাতে হাত রেখে এক সুন্দর পৃথিবী গড়ি।
ছেঁড়া বসনে ফ্যাল-ফ্যাল তাকিয়ে পথশিশু --
ব্যথায় ব্যথিত হয় স্বর্গের যিশু।
উদ্দেশ্য সাধনে সংকল্প করেছি হটবো না কভু পিছু
দুঃখীকে বিলিয়ে দেবো কিছু হতে কিছু।
নিচু মাথা করাবো উঁচু হিমালয়ের উর্ধ্বে
ভুখার তরে তিনটি রুটি করে নিবো সার্ধে।
এসো সংকল্প করি, মন্ত্র জানি মানুষ হবার
কালিমাখা হৃদয় ধুয়েমুছে করি সাফ।