হঠাৎ আঙুল ফোলে কলাগাছ হওয়া মানুষগুলো কার ঘাড়ে পা রেখে পথ চলবে -
ঠিক বুঝে উঠতে পারে না
টাকার উপর ঘুমাতে পারলেই
আর টাকা খরচ করে সমাজের কয়েকটি পদ নিতে পারলেই হলো
ওঁরা ভাবে সম্মানিত হ'য়ে গিয়েছে
পুরো সমাজ বিক্রি হ'য়ে গিয়েছে অবৈধ টাকার কাছে।
আজকাল টাকা তো রাউৎ হাটের মুচির ঘরেও আছে
টাকাওয়ালাদের মতো দালান আছে তাদের ঘরে
ক'জন মুচি সমাজের নেতৃত্বের দায়িত্ব পেয়েছে?
কয়েকটি টাকার লোভে দুষ্কৃতকারীদের -
সমাজের সম্মানিত স্থানগুলোতে বসিয়ে পুজো করি
শিক্ষিত এবং জ্ঞানীদের ঘরে তো চুলা জ্বলে না
তাদের পদ দিলে তো আর ঝুলি পূর্ণ হবে না।
অন্তর শিক্ষার আলোয় আলোকিত নাহলে
আচরণ জাহেলিয়াত যুগের মতোই হবে
টাকার গরমে এক পা জমিনে আর এক পা উর্ধ্বাকাশে।
উর্ধ্বাকাশের পা উর্ধ্বাকাশে-ই রবে --
উড়ে যাবে পাখি
ধ্বংস অনিবার্য চেঙ্গিস, সাদ্দাদ, নমরুদের মতো
পৃথিবীতে ষোলো কোটি বছর রাজত্ব করা ডাইনোসর গুলোও এক সময় বিলুপ্ত হ'য়ে গিয়েছে।
ওঁরা-ও ধ্বংস হবে
যাঁরা টাকার অহংকার হৃদয়ে লালন করে ব'লে
"লাশ ফেলে দাও, অবসান ঘটিয়ে দাও জীবনের
লাখ টাকার মালা গেঁথে পড়িয়ে দেবো আইনের গলে"।
জ্ঞানহীন মূর্খ মাঝি ফন্দী আঁটে
জ্ঞানী গুণীতে বোঝাই তরী - ডুবিয়ে দিবে অথৈজলে
ডুব সাঁতার কেটে মরবে গুণী
জ্ঞানহীন মূর্খ মাঝি হবে সমাজের মণি।


০২/০৯/২০২২ সৌদি আরব