কোথা থেকে পড়ল উড়ে আকস্মিক এক চিরকুট ৷
আমি হাতে নিয়ে খুলতেই লাগল ভারী অদ্ভুত ৷
লেখা ছিল তাতে--"আমি তোমায় ভালোবাসি ৷"
এমন অতুন দেখে আমি দিলাম দুয়েক কাশি ৷
কার উদ্দেশ্যে লেখা কাগজটি নিলাম তুলে আমি ৷
হায় ! ভগবান এবার আমায় উদ্ধার করো তুমি ৷
বিয়ে বাড়ির ভীড়ের মধ্যে বলবো কাকে হায় !
বললে পরে বাঁচবো আমি হয়তো এ যাত্রায় ৷
রাশি রাশি ভাবনা এসে দিল যাত্রায় বাধা ৷
যেতে চায়,চায় না যেতে;মনটা আধা-আধা ৷
পরক্ষণে ভাবলাম আমি,আমার কিসের দায় ?
হেমাঙ্গিনীর পাশ কাটিয়ে তথা হতে বিদায় ৷
চিরকুটটি ফেলে দিতেই তুলল হেমাঙ্গিনী ৷
এবার আমি বুঝতে পারলাম প্রেমের কাহিনী ৷
মুচকি হাসি দিয়ে আমায় করল ইশারা ৷
এমতাবস্থায় আমি হলাম দিশে-হারা ৷
এতক্ষণে বুঝতে পারলাম,হেমাঙ্গিনীরই কাজ ৷
একে 'পরকে দেখে মোরা পেলাম মধু-লাজ ৷
বুকখানি মোর ধুকধুকানি করতে ছিল মগ্ন ৷
অভুলনীয়,কাকতালীয় ঘটনার শুভ-লগ্ন ৷
এমন ঘটনা আজ পর্যন্ত ঘটেনি জীবনে ৷
উত্‌সর্গ করলাম আমি উড়ো প্রেমের স্মরণে ৷