তুমি অতল সাগর মাঝে,তলিয়ে দিলে ৷
থাকবো আমৃত্যু,আমি,জলেরই তলে ৷
তটের ওই লহরিরা দুলে মোকে বলে ৷
জীবনকে নিজের হাতে কেন তুমি নিলে ?


সবিতাকে দেখে আজ লাগছে যে ফিকে ৷
গোলাপের ওই সৌরভ বলছে একে-একে ৷
পৃথিবীতে কেন তুমি জেগে আছো ঠকে ?
প্রেমানলে ঢালতেছ শুধু-শুধু ঘিকে ৷


তোমার প্রেমের চাদরখানি আমায় আছে ঘিরে ৷
অসহ্য এক বিরহ-সন্তাপ ঘনিয়ে আসছে ঝড়ে ৷
এখন আমায় আগলে,রাখবে কে গো ধরে ?
কাছে এসে দেখো প্রিয়া,প্রেম বুক চিরে ৷


আমার এই ভালোবাসার দাম কি তুমি দিবে ?
মিছে ছিল না তো মোর,প্রেম এই ভবে ৷
যে-যাই-যতই বলুক;আশায় মনটি রবে ৷
বাঁচনকে যদি না-ই ভালোবাসো;মরণকেই তবে নিবে ৷