তোমার অপেক্ষায় থাকতে থাকতে,আমার ভবিষ্যত্‌ শেষ ৷
তুমি তো ছিলে ধু-ধু মরীচিকা,তাই মোতে এত ক্লেশ ৷
জীবন-মরণ সবই আমার করে দিলে আজ ব্যর্থ ৷
চির অজানা রয়ে গেলো প্রিয়া,ভালোবাসার মূল অর্থ ৷


রেখেছিলাম তো বুকের মাঝে,করে গেলে অভিনয় ৷
জানি না আজ ধরণীর বুকে;কী আমার পরিচয় ?
অদৃষ্টের পরিহাস নয়,সবই তোমার কর্ম ৷
বিশ্বাসভঙ্গ অবিশ্বাসে কলঙ্কিত প্রেম-ধর্ম ৷


জীবন জ্যোতি নষ্ট করে অচলনীয় প্রগতি ৷
সত্যিকে না হয় মিথ্যা ভেবে,করি তব আরতি ৷
আজ আছি তো কাল রব না,বাঁচবো না চিরদিন ৷
সুখের পরশে নিজের জীবনকে;গড়ে তোলো রঙিন ৷


গোলাকার এই পৃথিবীর মাঝে,দেখাও মিলতে পারে ৷
থাকবো আমি রইবে না জান,এ আমার অন্তরে ৷
অশ্রুধারা পড়বে না জানি,পাষাণ-হৃদয় থেকে ৷
সুখে থেকো,ভালো থেকো;ভুলে গিয়ে আমাকে ৷