সোনালী ঝলমলে রোদ্দুর,সোনার ধান মাঠে ৷
তারই মাঝে আলতো বাতাস খেলছে একসাথে ৷
পূবে বিহগ ডাকছে,কোকিল;কুহু কুহু করে ৷
স্রোতস্বিনী বইছে স্রোতে,কুলু কুলু সুরে ৷
অটবীরা বলছে কথা,চারুলতা সনে ৷
শশধর হাসছে দেখে,নীলাদ্রি গগনে ৷
শুভ্র বলাহকের দল ভাসছে ঝাঁকে ঝাঁকে ৷
ফাঁকিবাজ সরোজ তাহা,দেখছে গাছের ফাঁকে ৷
সোনার তরী যাচ্ছে ধেয়ে,মাঝ দরিয়া দিয়ে ৷
রাখাল বালক গোচারণে,যাচ্ছে বাঁশী নিয়ে ৷
'রামাবলী' পড়ছে শোনো,রামের চরণ-দাসী ৷
চুপটি হয়ে শুনছে যারা,ধরমে বিশ্বাসী ৷