হরেক রকম মত্‌স্য,প্রাণীর নির্দিষ্ট আবাস ৷
হীরে,প্রবাল মূল্যবান রত্নের করো চাষ ৷
কত দিকের কত স্বরিত্ মিলে তোমা সনে ৷
লুকিয়ে আছে আজও অজানা গর্ভের গোপনে ৷
খেলতে তুমি বাসো ভালো বৃহত্‌ জলোচ্ছ্বাসে ৷
দেখতে ভালো লাগে তোমায় সূরের প্রত্যূষে ৷
নোনা-জলের ঊর্মি সদা বালুর তটে হারায় ৷
তারই উপর রৌদ্রোজ্জ্বল যেন সৌন্দর্য বাড়ায় ৷
আদি কালের সাক্ষী তুমি,বর্তমানের স্রষ্টা ৷
তুমিই হলে ভবিষ্যতের অনবদ্য দ্রষ্টা ৷
কত যুগের কত কাহিনী তোমায় ঘিরে সৃষ্টি ৷
ঘন-সলিল-শৈবালিনী;তোমার জন্যই বৃষ্টি ৷
জগত্‌ মাঝে তুমিই বৃহত্‌ জীবনের ভান্ডার ৷
প্রথম জীবের জন্মদাত্রী,তুমি হে ! পারাবার ৷
সুখ-দুঃখের স্মৃতিমালায় গাঁথা তোমার গহনা ৷
তোমায় দেখেই শিখতে পারা অজস্র অতুন অজানা ৷
অন্তর থেকে উপকার করছো মোদের প্রতি ৷
তোমার বুকেই যাত্রা করে সৃষ্ট বারি-বীথি ৷
নীল রঙের লহরিগুলি খেলছে প্রতিনিয়ত ৷
চাক্ষুষ দর্শনে বুঝিয়ে দিলে তুমিই ভূমির অনন্ত ৷