রামের পর এসেছিল কৃষ্ণ অবতার ৷
জগত্‌ মাঝে পাপ-পুণ্যের করতে বিচার ৷
দুষ্টের দমন আর শিষ্টের পালন ৷
চরাচরে আজও নর-নারীর পূজন ৷
ধন্য মোদের ব্রহ্মাণ্ড,ধন্য মোদের মাতৃ ৷
তাইতো রাম,কৃষ্ণকে পূজি বলে "রাকৃ ৷"


রাধার সনে লীলায় মত্ত কৃষ্ণের বচন ৷
ক্ষৌণীতে 'কৃষ্ণ' পূর্বে 'রাধা' নাম স্থাপন ৷
কৃষ্ণ যাকে মারে তার নেইকো বাঁচন ৷
আর কৃষ্ণ যাকে বাঁচায় তার নেইকো মরণ ৷
রাধা-কৃষ্ণের যুগল মিলন,দেখে ধন্য 'প্রকৃ ৷'
কীর্তন রূপ ভক্তিতে মোরা বলি সদা "রাকৃ ৷"


কলি-যুগে রামকৃষ্ণের পেল সবে দর্শন ৷
'শ্রীমা'-কে সঙ্গে নিয়ে অবতারে সম্বোধন ৷
মা কালীর নিষ্ঠ ভক্ত;'গদাই' বাল্য-নাম ৷
বিশ্বব্যাপী 'দাগ কেটেছে' দিয়ে ভক্তির দাম ৷
রামকৃষ্ণ নামে পুণ্য কলির জন্মদাত্রী ৷
তাইতো বসুন্ধরায় প্রথিত রামকৃষ্ণ;"রাকৃ ৷"