ঘুম ভাঙিয়া উঠল রবি,আবির রাঙা চোখে ৷
মন্দ মন্দ বইছে বাতাস,ফুলের গন্ধ মেঘে ৷
ডাকছে কোকিল,ডাকছে বায়স;গাছের ডালে ডালে ৷
পুষ্প সকল মেলছে পাপড়ি ভোরের আড়ালে ৷
মধুকরী আসছে সেথা প্রজাপতি সনে ৷
সংগ্রহ করবে মধু নিজের প্রয়োজনে ৷


ভেলা বেয়ে চলছে নিত্য,মেঘেরা আকাশে ৷
তাই দেখে মাথা নেড়ে,ডাকছে দূব্বা ঘাসে ৷
হংসীরা পদ্ম সনে খেলছে সরোবরে ৷
মাছরাঙা ওত পেতে শুধু মত্স্য ধরে ৷
উত্তরে মহীরুহরা করছে যে লড়াই ৷
কে বড়ো কে হবে ছোট;তাহা নিয়ে বড়াই ৷


সোনালী রোদ্দুরে জাহান ঝলমলে লাগছে ৷
দিবাকাশে শশধর আঁখি মেলে জাগছে ৷
কলকলিয়ে যাচ্ছে বয়ে চঞ্চলা তটিনী ৷
পিপাসিত ভোরের তৃষ্ণা মেটাচ্ছে মেদিনী ৷
আঁকা-বাঁকা হয়ে দূরে চলে গেল বীথি ৷
পাকা-চুলে মনে হল রাঙা মাথায় সিঁথি ৷