চিনির বস্তা ফুটো হয়ে পড়ল পথে চিনি ৷
খবর পেয়ে পিঁপড়ের দল হাজির তক্ষুণি ৷
প্রাণোচ্ছলে পিঁপড়েরা সব খাচ্ছিল চিনি ভাই ৷
একটি পিঁপড়ে চিনি দেখেও ধারে-কাছে নাই ৷
পিঁপড়ে সর্দার হুকুম করল,"খেতে হবে তোমায় ৷"
পিঠে নিয়ে যেতে প্রস্তুত আমি দানায় দানায় ৷
খাওয়ার পর সবাই পিঠে নিল দুটি দানা ৷
সঞ্চয় করে রাখল যেখানে খাবারের আস্তানা ৷
চিনি-শত্রু পিঁপড়েটাকে সুধায় পিঁপড়ে সর্দার ৷
কী হয়েছে;খুলে বলতো তোমার ব্যাপার-স্যাপার ৷
কিছুক্ষণ চুপটি থেকে মনে মনে ভাবল ৷
মিথ্যের থেকে সত্যি কথা বলাই বরং ভালো ৷
হতাশ হয়ে পিঁপড়ে কহে,"নেইকো কিছু বলার ৷"
চিনি খেয়ে মধুমেহ রোগ সৃষ্টি হয়েছে আমার ৷