ফিরিয়ে দাও মোর সবুজ বনানী;চাই না এই শহর ৷
চাই না আমি লৌহ,প্রস্তরে;নির্মিত দালান ঘর ৷
অরণ্য কেটে সৃষ্টি নগর,নগর হতেই দূষণ ৷
তার প্রকোপেই অকাল ঝড়;খরা,ভূকম্প,প্লাবন ৷
সূর্য উঠলেই নির্মল আলো,ছাড়িয়া দেখি ধোঁয়া ৷
রাত্রি এলেই ক্লান্ত শরীরে,অসুস্থ এক পোয়া ৷
নদীর জল 'পান' তো দূরে,ব্যবহারের অযোগ্য ৷
শিল্পের নোংরা-আবর্জনা গ্রাসে;নদীর কাল-ভাগ্য ৷
কোথায় সেই বটের ছায়া;কোথায় তমাল,অশ্বত্থ ?
ডুমুরও যে প্রায় হারাতে বসেছে;দেখে,এত সব উন্নত ৷
হারিয়ে গেলো সেই বাঁশঝাড়;যার মাথায় উঠত চাঁদ ৷
সব জাগাতেই বিছিয়ে রেখেছি;আত্ম-মরণ ফাঁদ ৷
বৈশ্বিক উষ্ণতায় পৃথ্বী জ্বর,বদলাচ্ছে ঋতুর নিয়ম ৷
এ সব কিছুর মূলে দায়ী,শ্রেষ্ঠ জাতির করম ৷
ফিরে পেতে চাই সত্-স্বাধীনতা;চাই না শান্তির লড়াই ৷
চাই না আমি দূষণ রূপক,আবিষ্কার কর্তৃক বড়াই ৷
ভালোর কপালে মন্দ ঠেকিয়ে,করছে স্বার্থে চুরি ৷
এ কোন নতুন সভ্যতা এল;যা লাগছে রাক্ষসপুরী ৷
ক্লেশ-মুক্তি দিবসগুলিতে,চাই সন্ধ্যার ম্লান ৷
আর চাই ভাইয়ে ভাইয়ে,করুক সাম্যের গান ৷
দেখিতে চাই শান্তি-নগরী;নাহি,সুখের অপয়া ৷
দেখিতে চাই সেই তপোবন;যেথায় পুণ্যচ্ছায়া ৷