জয় জয় বজরঙ্গবলী;তুমি,শক্তিতে সদা অপার ৷
কৃপা করে,মনের প্রার্থনা;শোনো প্রভু আমার ৷
চিরজীবন রামভক্ত ছিলে তুমি,জানি ৷
অষ্টসিদ্ধি প্রাপ্তি লাভে;মহাজ্ঞানী,মানি ৷


সীতা মাতার প্রকৃত সন্ধান,তুমিই এনেছিলে ৷
সঞ্জীবনী মহাষৌধে প্রাণ;লক্ষণের বাঁচালে ৷
গদাঘাতে পরাজিত শ্রীলঙ্কা বাহিনী ৷
নিজ পুত্র অবদমনে পাতাল কাহিনী ৷


দশাননের অশোক-কানন বিনষ্টে সার্থক ৷
"জয় শ্রী-রাম" প্রস্তরে নির্মিত;সমুদ্র সড়ক ৷
তোমা নামে কাটে বিপদ,দুঃখ বিমোচন ৷
জগত্‌ মাঝে সমস্ত পাপ করে পলায়ন ৷


বুক চিরে "রাম-সীতা" করালে দর্শন ৷
আদর্শ শ্রীরাম-ভক্ত,পূজিত চিরন্তন ৷
অঞ্জলি মাতা-সুত;আর পবন পুত্র ৷
তুমি হলে সেই অবতার;যার নাম রুদ্র ৷