কিন্নগড়ে আপেল খেতে লাগে একশ কর ৷
রাস্তা দিয়ে হাঁটলে পরে দেখবে আজবঘর ৷
ছোট্ট ছোট্ট পুকুর থেকে মিলছে হরেক মাছ ৷
জল শুকালে পুকুরপাড়ে করে গাঁজার চাষ ৷
খেজুর গাছে আঙুর ধরে,শুকিয়ে কিশমিশ ৷
পড়লে মুখে লাগবে মনে,দুধে সিক্ত বিষ ৷
নেইকো গাড়ি,নেইকো ঘোড়া;পায়ে হাঁটা পথ ৷
আশি কষাই চাবুক বাড়ি,চরলে রাজার রথ ৷
হাট বসেছে শুক্রবারে বিদ্যালয়ের মাঠে ৷
সব শিশুরা করছে বাজার আনন্দে একসাথে ৷


খেলাধুলো হয় না সেথা,খেলতে সবার মানা ৷
মাঝে-মাঝে কাঁদলে পরে মিলবে কাঁচা চানা ৷
ময়না-শালিক ডাকলে পরে ঝগড়াঝাঁটি লাগে ৷
বায়স কন্ঠ শুনলে আবার ভালোবাসা জাগে ৷
গ্রীষ্মকালে বৃষ্টি মুশল,বর্ষাকালে রোদ ৷
এটাই নাকি পূর্ণ রূপে প্রকৃতির দরদ ৷
সন্ধ্যা-সকাল তিন বেলাতেই,সতর্ক থাকতে হয় ৷
ঊনিশ-বিশ একটু হলেই মুন্ডু কাটার ভয় ৷
একবার কেউ করলে প্রবেশ;আসাটাই যে কঠিন ৷
কিল-চড়-গুঁতো খেলেও পরে রইবে সেথা স্বাধীন ৷