আকাশ হল ঘন কালো ৷
জগতের আলো তলিয়ে গেলো ৷
চন্দ্র নাহি উঠল হেসে ৷
মনটা আমার বড় উদাসে ৷
'ক্লিং' 'ক্লিং' বাজল শব্দ ৷
হয়তো কাউকে করবো জব্দ ৷
ফোনটি তুলতেই বলছে মুখে ৷
লেগেছে গুলি কারোর বুকে ৷
চিত্কার করছে তরল তরল ৷
জনৈক বলছে গরল গরল ৷
ছুটতে ছুটতে এল মাঝি ৷
সর্বনাশ,এই হল বুঝি ৷
আমায় বলে শিগ্‌গির চলো ৷
নইলে বাবুর প্রাণটি গেলো ৷
কেউ গিয়েছে বাবুর ঘরে ৷
প্রবেশ দ্বারটি বন্ধ করে ৷
অমনি ছুটে এলাম আমি ৷
বিহিত করো এবার তুমি ৷
কোমরে বন্দুক গুঁজে ছুটলাম ৷
করছিল খুন ফোনেতে বুঝলাম ৷


দৌড়ে যেতেই দেখি ছোকরা ৷
কাঁদতে কাঁদতে প্রায় আত্মহারা ৷
আমি সুধালাম কী হয়েছে ?
অচিন বাবুর পাখি উড়েছে ৷
হাতে মস্ত বন্দুক নিয়ে ৷
বাবুর পাখি দিল উড়িয়ে ৷
এবার বুঝলাম ধাঁধার কথা ৷
বললাম সঙ্গে চলো যথা ৷
সঙ্গে যাওয়ার নামটি শুনে ৷
ভাদুর নাম ডাকল গুনে ৷
জোর খাটিয়ে সঙ্গে নিলাম ৷
সরষের ভূত সরষেয় জানতাম ৷
দ্বারটি সত্যি ছিল বন্ধ ৷
বুঝলাম ভাদুই পাকিয়েছে কান্ড ৷
ছোকরার মুখে ফুটল হাসি ৷
'ভাদু' বলে দিল কাশি ৷
বলল ভাদু খতম কাজ ৷
আজকে থেকে রাজার রাজ ৷
মাঝিকে বললাম,আসছে দরজায় ৷
সামনে আমি রয়েছি অপেক্ষায় ৷


দরজা খুলতেই ধরলাম জড়িয়ে ৷
মারল ঘুষি মাঝি বাগিয়ে ৷
ধপাস্‌ করে পড়ল ভাদু ৷
ছোকরা এসে কাঁদল শুধু ৷
ভয় পেয়ে ছোকরা ছুটল ৷
ঘাড়টি ধরে মাঝি আনল ৷
দেখতে পেলাম প্রবেশ দ্বারে ৷
টের পেয়েছে হাড়ে হাড়ে ৷
ভাদুর অমন পড়ে থাকায় ৷
ছোকরা ভয়ে চেঁচায় বেজায় ৷
কানটি ছোকরার দিলাম মলে ৷
ছোকরা এবার মোরে বলে ৷
খুন করেছে আশার লোভে ৷
হয়তো আশা গেলো নিভে ৷
ঘরে গিয়ে নয়ন মেলে ৷
দেখি বাবু ফ্যানে ঝুলে ৷
ভাদুর মুখে চাপা হাসি ৷
মাঝিকে এবার করবে দোষী ৷
ভাদু দাড়িয়ে বন্দুক ধরে ৷
মারবে গুলি মাঝির ঘাড়ে ৷


কোমরের বন্দুক হাতে নিয়ে ৷
দিলাম ভাদুর হাতে লাগিয়ে ৷
ভাদুর বন্দুক মাঝির হাতে ৷
ভাদু এবার এল পথে ৷
ছোকরাও মজুত ছিল সাথে ৷
আর খুনিকেও ধরলাম হাতেনাতে ৷
দুটি কিল ভাদু খেল ৷
আস্তে আস্তে মুখটি খুলল ৷
বলল এবার সত্যি ভাদু ৷
বাবু আমার পিসার দাদু ৷
অনেক সম্পত্তির মালিক ছিল ৷
বিয়েতে সর্বস্ব কেড়ে নিল ৷
তাইতো আমি সুযোগ পেয়ে ৷
দিলাম তাঁকে স্বর্গে পাঠিয়ে ৷
শান্তি পেল মৃতের আত্মা ৷
প্রমাণ করলাম বাপের ব্যাটা ৷
ছোকরাটা মোর কেহ নহে ৷
ভাদু ভাদু শুধু কহে ৷
এনেছিলাম তাঁকে নজর রাখতে ৷
পারেনি তেমন কিছুই করতে ৷


শুনলাম আমি খুনীর কাহিনী ৷
সত্যিই এমন বাবুর জীবনী ?
এতদিন ধরে বাবুর সাথে ৷
জানতে পারিনি কিছুই বটে ৷
ফোন করলাম সোজা থানায় ৷
হাজির পুলিস বিস্মিত ঘটনায় ৷
সত্য-মিথ্যা বিচার আদালতে ৷
বিচারেই সব যাইবে মিটে ৷
ছোকরা ছিল বেকসুর খালাস ৷
আর যাবজ্জীবন ভাদুর কারাবাস ৷
ভাদু আমায় বলল ডেকে ৷
সুখ পেয়েছি চরম দুঃখে ৷
থাকবো আমি ওই শ্রীঘরে ৷
দেখো কেমন রাজ আদরে ৷
মনের আশা মিটলে একবার ৷
শান্তি পায় দুঃখেও আবার ৷
খুনের কাহিনী খুবই জটিল ৷
যাইহোক,দুটো মেরেছি কিল ৷
থাকুক সে শ্রী কারাবাসে ৷
আর আমি বিদায়ভোগী শেষে ৷