বাঁচতে চাই,বাঁচতে দাও;আমায় মেরো না ৷
আজকে আমি মায়ের গর্ভে,কালকে সুকন্যা ৷
দেখতে চাই আলোর ভুবন,আমি নয়ন মেলে ৷
হাসবো,খেলবো,কাঁদবো আমি;মায়ের বুকে-কোলে ৷
থাকবে আমার নিজ অধিকার,আমার মতন করে ৷
করবে শাসন,করলে গো ভুল;আমার কানটি ধরে ৷
পড়াশুনা করে আমি হবো বড়ো ডাক্তার ৷
কন্যা ভ্রূণ হত্যা করা,বন্ধ করবো সবার ৷
কেন মোকে ঘৃণা করো,কেন অবহেলা ?
কেন তোমরা মনে করো নারীদের অবলা ?
বীরপুরুষেরও জন্ম হয়েছে,মাতৃগর্ভ হতে ৷
তর্কবিচারে যাহা কভু পারবে নাকো মিলাতে ৷
নারী মানে কষ্টে জীবন,এটা মিছে কথা ৷
নারী হাতেই অসুর বধ,এ দৃষ্টান্তই যথা ৷
জন্ম-মৃত্যু-বিবাহ বিধির বিধানে রচিত ৷
যাহা ভবে কেউ করতে পারে না খন্ডিত ৷
এ সমাজে সুতাপেক্ষা,কন্যা দরকার আগে ৷
নইলে যে মিলবে না কভু,নারী-পুরুষ ভাগে ৷
আরও অনেক বলার আছে,শোনো মাগো গর্ভে ৷
ভ্রূণহত্যা মহাপাপ;ধ্রুব সত্য ভবে ৷
বলো আমার কী অপরাধ;যাহা তোমরা করলে ৷
জন্ম পূর্ব মৃত্যু উপহার;আমায় দিয়েই দিলে ৷