মারুতে উড়ে যাচ্ছে তোমার,বুকের সাদা ওর্ণা ৷
এমন করে উড়ছে যেন সাগরে ঢেউয়ের কামনা ৷
সমীরের অমন দুষ্টামি আগে;লক্ষ্য করিনি আমি ৷
সুরভি-মেদুর ফাগুনী হাওয়ায় বশীভূত ছিলে তুমি ৷


আমার আগমনে অনিল তোমার;বক্ষে আনিল শান্তি ৷
দুষ্টামির প্রায়শ্চিত্তে তোমায় পরাল;আমার হাতের আংটি ৷
রুনঝুন রুনঝুন নিক্কনেতে নাচছে সমীর হেসে ৷
তারই মাঝে ত্রহস্পর্শে আসিলে আমার কাছে ৷


জড়িয়ে ধরতেই মনের অচলে পড়ল ঝর্ণার জল ৷
তৌর্যত্রিক প্রেমের হাওয়া,বইতে লাগছে প্রবল ৷
হাওয়ার সাথে চাল খাটিয়ে বললে,"ওগো বিদেশী ৷"
বুক ভরা প্রেম তোমার জন্যই বক্ষে জমিয়ে রেখেছি ৷


বুকের মাঝে তোমার প্রেমের স্পর্শ চাইছে মন ৷
আর চাইছে নীরব মনের কবোষ্ণ জালাতন ৷
তোমার প্রেমে হইল ব্যাকুল,মনটি ভাসাভাসা ৷
এটাই বুঝি,হাওয়ায় হাওয়ায় দুর্লভ ভালোবাসা ৷