রামুর বাড়ি আসছে গোঁসাই,পাকের গন্ধ তাই ৷
হরেক রকম মশলা দিয়ে রান্না করা চাই ৷
মত্স্য ভক্ত গোঁসাই বাবা,গুড়ের পায়েস সঙ্গে ৷
তিলক কপালে আসছে গোঁসাই,গেরুয়া বসন অঙ্গে ৷
সেবায় তৃপ্তি করবে রামুর নাতি,নাত-বউ ৷
দ্বিপ্রহরে এলেন গোঁসাই,তাইতো হৈচৈ ৷
গোঁসাই সনে জুটল সেথা,গোটা পাঁচেক চার  ৷
গোল্লা খেয়ে বেজায় খুশি,আর ছিল আচার ৷
পরক্ষণেই হইল শুরু,গোঁসাই বাবার ভোগ ৷
গোগ্রাসে যে চলছে খেয়ে,সঙ্গে জলের ঢোঁক ৷
আহার পরিত্যাগে প্রণাম,করছে বউ আর নাতি ৷
দশটি গরু,দশটি মহিষ;দশটি বাঁশের ছাতি ৷
গোঁসাই বাবা লম্বা হাসি,দিয়ে কাছে ডাকে ৷
যাবার সময় হল রে এবার;শোন বাবা এ-দিকে ৷
কানে-কানে দিচ্ছে মন্ত্র,রামুর নাতির ভাগ্য ৷
মনে মনে ভাবছে রামু,নাতি;বউয়ের যোগ্য ৷
বাবা কানে মন্ত্র রূপে করছে যে ফিস্‌ফিস্‌ ৷
পরের বার একটু হলেও চান্দা বেশি দিস্ ৷