ঘানির বলদের মতো তোমরা শিশুদেরকে খাটাচ্ছ ৷
"মানুষ" নয়;করবে বড়--এ আশায় এগিয়ে যাচ্ছ ৷
তারা অপারক;অত রাশি রাশি ভারি,পুস্তক বহন করতে ৷
একে তো অস্পষ্ট বক্তা;তার উপর কড়াদেশ লিখতে ৷
রাশি রাশি বইয়ের রাশি রাশি পড়া;পারছে না করতে হজম ৷
মাঝে-মাঝে শ্রেণীতে ব্যর্থ হয়ে,বোঝাচ্ছে বদহজম ৷


গতানুগতিক শিক্ষার স্রোতে,করছো বরাক্ষরে এমন ৷
ভেবে বলতো,তোমরা মায়ের 'দুধ' ছেড়েছিলে তখন ?
শাঁখের করাতে শিশুদেরকে করছো;আলালের ঘরের দুলাল ৷
তোমরা কসাই অভিভাবকেরা গোবর গনেশ সাক্ষী গোপাল ৷
শিশুদের মধ্যেই ঘুমিয়ে থাকে,সদা চরাচরের অজর ৷
কলুষের ভাগীদার বানিয়ে সমাজ,দিচ্ছে আবার নজর ৷