ও আমার দরদী,ও আমার ময়না ৷
জানলে তোর ভাঙা নৌকায় আগে উঠতাম না ৷
তোর রূপের রঙ্গ দেইখ্যা নদী জ্বইল্যা মরে ৷
আর নদীর জল রাগ দেখাইয়া পারলে আমায় ধরে ৷


ভাসতে ভাসতে নৌকা যখন আইল নদীর মাঝে ৷
জলও কাঁপে আর কাঁপে আমার পরাণ বাতিক যে ৷
তুই তো চেংড়ি ধইরা আছোস দুই হাতে দুই দাঁড় ৷
ছাইড়া দে মা কাইন্দা বাঁচি,করতো আগে পার ৷


হাওয়া চলে উথাল-পাতাল;ওণ্যা উড়ে বুকে ৷
অঙ্গসৌষ্ঠব দেখতেই চেংড়ির ওণ্যা পড়ল মুখে ৷
মুখের ওণ্যা বক্ষে জুড়তেই নৌকা গেলো থেমে ৷
চেংড়ি কয় পইড়া গেছি আমি তোমার পেমে ৷


আস্তে আস্তে নৌকা আইসা লাগল নদীর ঘাটে ৷
চেংড়ি আমার হাত ধইরা কইল যামু সাথে ৷
অমন কথা শুইনা নদী আমায় পানি ছোড়ে ৷
তাই অনাথ চেংড়ির হাতটা ধইরা নিলাম শুভ বিদায় রে ৷