চোখ রাঙিয়েও মিটল না রাগ,মারলে কষে চড় ৷
অনেক হয়েছে,মায়না কাটবো;কান্না বন্ধ কর ৷
ভেঙেছিল তো একটা পেয়ালা;তাই যা জুটল কপালে ৷
একে তো বোবা,তার উপর শিশু,কেমনে সে কথা বলে ?
পিতামাতা হারা ছোট্ট শিশু,দায়ে পরে করে কাজ ৷
দুইটি রুটি ক্ষুধা নিবারণে,তবুও যে কত মেজাজ ৷
দেখার কেউই নেইকো সেথায়,বলার হাজার জন ৷
'বাচ্চা দিয়ে আর কাম কি চলে,' বলে গো শেঠ মদন ৷
কড়ায়-গণ্ডায় হিসেবটা বুঝে,দেড়'শ বাসন মাজাও ৷
বাচ্চা বলে তখন কেন ব্যাটা;অল্প নাহি খাটাও ৷
তাই কি শুধু;টেবিল-কেদারা মোছাও-ঝাড়াও,আরও কত কি সাথে ৷
বিবেক কী তব নেইকো তবে;যাহা কভু নাহি বাধে ৷
অনাথ শিশু পুত্র সম,কখনও তো ভাবতে পারো ৷
সবজান্তা চামচিকের মত,নিজেকে ভাবো বড়ো ৷