হাজার হাজার বছর ধরিয়া হাঁটিতেছি এই পথে ৷
জন্ম,মৃত্যু শত হইয়াছে;ভবে মোর নিয়তিতে ৷
কখনো আমি শূন্য চরণে,কখনো রাজার রথে ৷
মিথ্যাচারে লিপ্ত ছিলাম;ছিলাম মনীষী চিত্তে ৷


দুঃখ-কষ্ট-দরিদ্রতায়;জুটাইতে অক্ষম রুটি ৷
ধনের সুখের পরশ পাইয়া অচেনা করিল সাথী ৷
পরশ্রীতে কাতর হইয়া কেহ বা চাহিত ক্ষতি ৷
কেহ বা আবার মিত্র করিয়া ধরিত পার্শ্বে লাঠি ৷


শ্যামলী,মানুষ,পক্ষী,পশু;সবেতে স্থিত আমি ৷
ছিল-আছে-রহিবে সাক্ষী শূন্য-তারা-মেদিনী ৷
মাথার উপর বিদ্য আকাশ,চরণ তলে ভূমি ৷
চেনা-অচেনা আলোর ভুবনে শাশ্বত মোহিনী ৷


পঞ্চভূতে সৃষ্টি আমি,আমার নানা রূপ ৷
জন্ম পূর্ব মৃত্যু পশ্চাত্‌,কর্মে ব্যস্ত খুব ৷
সর্বশক্তি চালায় আমায়;সদা রহি চুপ ৷
অদৃশ্য অবিনাশী আমি;দক্ষিণ হইতে পূব ৷