পিকের কন্ঠে ঘুম ভাঙিয়ে,উঠল রবি মামা ৷
ভোরের আলো উঠল ফুটে,গায়ে নতুন জামা ৷
নীলাকাশে মেঘের ভেলা ভাসছে নূরে নূরে ৷
মন্দ বাতাস শঙ্খ বাজায় পুজোর সুরে সুরে ৷
কিচিরমিচির করছে বিহগ,উত্ফুল্লতা মনে ৷
বৃক্ষ-তরু মাথা নেড়ে হাসছে প্রহসনে ৷
আঁকা-বাঁকা পথটি ধরে বইছে প্রবাহিনী ৷
নতুন দিনের নূতন আলোয় সাজছে অরণ্যানী ৷
ভালোবাসা নাড়ছে কড়া,দুঃখের বদ্ধ ঘরে ৷
তাইতো বুঝি শ্রী-মেদিনী নাচছে নূপুর পরে ৷
কচি কচি আম্রগুলি খেলছে ভূমি সনে ৷
খুশির জোয়ারে বাধ ভেঙেছে;বৈশাখী আগমনে ৷
কাটুক ভালো,থাকুক খুশি;পূর্ণ বছর ধরে ৷
নিত্য নতুন হরেক স্মৃতি রাখবো ঝোলায় ভরে ৷