সৃষ্টি থেকেই মানুষ সদা সৌন্দর্যের পূজারী ৷
তবে কেন তারাই আবার তৈরি করছে ছুরি ?
উত্তরটা অজানা হলেও কীর্তি সবার মান্য ৷
আন্তরিক স্বার্থপরতায় মুখে বলছি লাবণ্য ৷
অনন্তকাল হতে সৃষ্টি এই বিশ্বের ৷
প্রশ্বাসে-নিঃশ্বাসে অদ্য হিসেব শুধু বিষের ৷
আর কতকাল সইবে সবুজ-প্রকৃতি-ধরণী ?
একদিকে মাতৃ-সম বলে করি শয়তানী ৷
দশের জন্য একের ক্ষতি করতে পারি মোরা ৷
আর এই 'এক'-কে ধরেই সৃষ্টি কয়েক জোড়া ৷
হিসেব করে চলি বটে;জানি না আসল হিসেব ৷
গতানুগতিক ধারার ঠেলায় বন্দী বিবেক-সাহেব ৷
কত পাপ করছি দিনে হিসেব নেই তাহার ৷
নিজের দোষ ঢেকে রেখে,পালা অন্যের খোঁজার ৷
আজ লোকে না বুঝলেও,বুঝবে নিশ্চয় কাল ৷
ললাট চাপড়ে বলবে তারা,"হায় রে ! পোড়া কপাল ৷"