পুষার ঊষার প্রভা দেখে বসন্তদূত গাইছে ৷
বসন্তদূতের গাওয়া শুনে নির্ঝরিণী বইছে ৷
নির্ঝরিণীর বওয়া দেখে মারুত দ্রুত উড়ছে ৷
মারুতের দ্রুত ওড়া দেখে তায়দ রেগে ডাকছে ৷


তায়দের ডাক শুনে সৌদামিনী চমকে উঠছে ৷
সৌদামিনীর চমকে উঠায় শূন্য শিথিল হচ্ছে ৷
শূন্যের শিথিল হওয়া দেখে পৃথ্বী তৃষ্ণায় মরছে ৷
পৃথ্বীর তৃষ্ণা মেটানোর জন্য বর্ষা ঝেঁপে নামছে ৷


বর্ষার অপে সবুজ বনানী অপরূপায় সাজছে ৷
বনানীর ওই সাজন দেখে দ্বিজেরা কূজন করছে ৷
দ্বিজেদের কূজন বুঝে রৌদ্র ঝলমলিয়ে হাসছে ৷
রৌদ্রের হাসি কায়ে লাগতেই দ্রুমেরা মৃদু নাচছে ৷


দ্রুমেদের নাচন দেখে অদ্রি মনে শান্তি পাচ্ছে ৷
অদ্রির মনে শান্তি দেখে ঝর্ণা ঝরে পড়ছে ৷
ঝর্ণার ঝরে পড়ার দরুন প্রসূন সৌরভ ছড়াচ্ছে ৷
আর প্রসূনের সৌরভে পাথার যেন আমায় "সুপ্রভাত" জানাচ্ছে ৷