নশ্বর পৃথিবীর কতটুকু জানি?
গিলে ফেলা চিৎকার যতটুকু জোরে!
আর কত সইবো মিথ্যে অপবাদ গ্লানি!
রাতের নিরবতা ততটুকু মিশে যায় ভোরে!


ছড়িয়ে যায় অভিশাপ এত দ্রুত কেনো?
দাবানল ছড়ায় মিথ্যের মতো।
পাপ-পূণ্যের বিচারে এত দেরী যেনো,
ক্যানসার হয়ে যায় পুরোনো ক্ষত!


পাওয়া না পাওয়ার হিসেব কে মেলায়?
কে পেলো একশো আর কে পেলো আশি?
মিথ্যে সত্যের মধ্যে পার্থক্য রাখা শেখায়
পচার সাথে মিশে হয় ভালো ফল বাসি!


সঙ্গ চেনো বন্ধু আমার, সঙ্গ গড়ে চরিত্র
সঙ্গে যদি সুবাস হয়, সঙ্গ যদি হয় ভালো!
সঙ্গের মতো সঙ্গ খুঁজো থাকো সদা পবিত্র
সঙ্গী করো সত্যকে, সঙ্গী করো আলো।