ফজরের ওয়াক্তে,
যখন ক্রোধে, অপমানে চোখ গড়িয়ে জল পরবে, বুঝবেন, যাকে নিজের একান্ত লোক ভেবেছিলেন
সে একজন আস্ত প্রতারক,
নিজের কার্য সিদ্ধিলাভ করতে
আপনার বিশ্বাস'কে ব্যবহার করেছে!
তখন ইচ্ছে হবে তাকে নিয়ে দেখা
প্রত্যেকটা স্বপ্ন একত্রে নিয়ে
এক পাত্র বিষে রূপান্তর করে তাকে খাইয়ে দিই!


সারারাতের দুশ্চিন্তা
চোখের নীচের কালোদাগগুলো,
যখন দিনের আলোতে স্পষ্ট হয়ে উঠে
তখন মনে এই দুশ্চিন্তায় ফেলে দেওয়া লোকগুলোকে জলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে
শেষ করে দিই!


চারিদিকে যখন মিছে সমালোচনা করে
অনেকেই আত্মতৃপ্ত হয়,
অনেকে আবার সমালোচনায় মৌন সম্মতি দিয়ে, নিজেকে সকলের প্রিয় বলে উপস্থাপন করে
তখন ইচ্ছে হয় পেছনে ফিরে গিয়ে
তাদের সকল বিপদের দিনগুলোতে
তাদের থেকে মুখ ফিরিয়ে নিই!


যে আপনাকে আপনার স্বপ্ন নিয়ে
অনুপ্রাণিত করেনা,
যে আপনার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাঁধা!
কিন্তু এমন অভিনয় করবে,
যেনো সেইই একমাত্র ব্যাক্তি
যে আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত নিয়ে যেতে চায়! মাঝে মাঝে ইচ্ছে করে এদের মুখের উপর
কিছু কথার তীর ছুড়ে দেই
যেনো বিষাক্ত তীরবিদ্ধ হয়ে এমন অভিনয় অন্যকারো সাথে করতে না পারে কোনো দিনই!


মনে হয় যেনো স্বয়ং সৃষ্টিকর্তা আমার হাত
বেঁধে দিয়েছেন অদৃশ্য এক বাঁধনে!
আর আমাকে বলছেন 'সবর করো!"
"সময় হলে বন্ধন থেকে তোমায় মুক্ত করবো!" "এইতো আর কয়েকটা দিন!"
আশাহত হয়ে যাই!


তবু হাল ছেড়ে দিবো না!
প্রতিশোধ নেবো না!
অপমানের বদলে অপমান করবো না!
শত্রুতার বদলে শত্রুতা দেখাবো না!
সমালোচনার বদলে সমালোচনা করবো না!
আমি কেবল আমার স্বপ্ন পূরণের জন্য আত্মনির্ভরশীল হয়ে যাবো!
আমি কেবল আমার অনুপ্রেরণায়
রূপান্তরিত হয়ে যাবো!


আমি কেবল নিজেকে নিয়ে ভাববো
আর একদিন নিজের জন্য নিজের
সকল স্বপ্ন পূরণ করে ফেলবোই!!


সেইটাই হবে শত্রুর শেষ রাত্রি!
সমালোচনাকারীর শেষ রাত্রি!
বিশ্বাসঘাতক এর শেষ রাত্রি!
অপমানকারীর শেষ রাত্রি!


কারণ আমার স্বপ্নপূরণের পরে
তাদের আজকের কৃতকর্মের ফল
স্বয়ং সৃষ্টিকর্তা তাদের দিয়ে দিবেন!!


সমালোচনা, আপমান, শত্রুতা
তখন আমাকে স্পর্শ করতে পারবে না।
কারণ তখন সবাই
আমার "শুভাকাঙ্ক্ষী" হয়ে যাবে!


যাঁরা সাহিত্য চর্চা করেন
বা সাহিত্য কে ভালোবাসেন!
তাঁদের জন্য নিজের অভিব্যক্তি প্রকাশের
একটা স্থান থাকে!
অল্প কিছু শব্দের মাধ্যমে নিজেদের সকল কষ্ট মোচন করতে পারেন!
যারা তাঁদের বুঝেন তারা সবটা বুঝেন,
যারা বুঝেন না তাদের কিছুই বোঝার সাধ্য নেই!