ধানে আছে চাল
মনে আছে গাল
চাল থেকে ভাত হয়
গাল খেলে বেজার হয়।

কথা যায়‌ উড়ে
খাদ্য যায় পেটে
কথা উড়ে গায়ে পড়ে
ক্ষণে ক্ষণে মনে পড়ে।

ভুলেনা কোনদিন
দিনে দিনে হয় শেষ
গাল খেয়ে দুঃখ পায়
ভাত খেয়ে বেঁচে যায়।

পেটের খাবার ভাত
মনের খাবার আদর
আদর দিয়ে কথা বলো
মনটা ভালো করো।

তারিখ:০৭-০২-২০২৩
সময়: রাত্রি ০৯:০২ টায়
দিনাজপুর।