এসে গেল আশ্বিন মাস
মা দুর্গা আসবে মর্ত্যে
বাবার বাড়ি তাই খুব
আনন্দেই আছে।


শুরু হয়ে গেছে গোছানোর কাজ
গোটা পরিবারকে সঙ্গে
করে আসবেন গজে চড়ে
কৈলাস থেকে।


২৪ শে আশ্বিন পৌঁছে যাবেন
ঐদিন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে
ঘটে বসবেন পাঁচটি পূজা
গ্রহণ করবেন।


ভক্তগণ কে আনন্দ দিবেন
বাজবে ঢাকের বারি সানাইয়ের সুর
পুরোহিতের বেদ মন্ত্রের ধ্বনি
ধূপের আরতি নৃত্য;
আরো কত কিছু।


হবে মুখর পূজামণ্ডপ খানি
পঞ্চম দিনে দশমী তিথিতে
চলে যাবেন দোলায় চড়ে
ভক্তরা মায়ের বিসর্জনে
চোখের জল ধরে রাখতে পারবে না।


সবার চোখে জল আসবে
ভাববে এমন দিন চলে গেলো
এক বছর পর আর ভাগ্যে হবে কিনা।।


রচনা কাল:১৮-০৯-২০২১
সময়: রাত্রি ২:০০ টায়
দিনাজপুর