কোনো কালেই আমি প্রেমিক ছিলাম না!
প্রেমিক হতে হলে সংসার ধর্ম ত্যাগ করা
-সন্ন্যাসী হতে হয়,
অনৈচ্ছিক পেশির প্রতি স্পন্দনের
নাম দিতে হয়
-ভালবাসা ।
অথবা, না ঘুমানো রাতটাকে বলতে হয়
-জান্নাত দর্শন!
আমি কখনোই প্রেমিক হতে পারি নি!
কেননা, বর্ণ জোড়া দিয়ে আমি মেঘ বানাতে পারি না;
যা থেকে বর্ষিত হয় মনভোলানো শব্দবৃষ্টি!
রোদেলা শিশিরে প্রশান্তির শীতলতা খুজে পাই না,
বলে-
নিজেকে প্রেমিক বলার দুঃসাহস আমার নেই ।
.
শেষতক, কুঁড়েঘরে যুগলবন্দী হবার আশায়
যাযাবর জীবন রচনা করতে পারি না, তাই-
প্রেমিক না হয়ে মৌন বটবৃক্ষ হয়ে আছি!
20/06/2016
04:04PM