কোথায় গেলো ছন্দ-ছড়া
প্রেমেরই সিম্ফনি,
সপ্ত রাজার ধনের হদিশ
কিংবা সাপের মণি?


কোথায় গেলো উদাস মনের
বেখেয়ালি চলা,
নিজের সাথেই আপন মনে
একলা কথা বলা?


কোথায় গেলো শব্দ নিয়ে
ভাঙাচোরা খেলা,
ছন্দ-ছড়ায় মতে থাকা
দিনের আধেক বেলা?


কোথায় গেলো নীরব সাথী
মনের ক্ষুধার রুজি,
হন্যে হয়ে খুঁজি আমি
হন্যে হয়ে খুঁজি ।
20/04/2016
11:40PM