এইযে তুমি বললে, "তুমি নাকি ভীষণ একা ।
আর একাকীত্বতা তোমাকে চরম সুখ দেয় ।"
প্রত্তুত্তরে আমি সুকৌশলে এড়িয়ে গেলাম-
ষাট সেকেন্ড নীরবতা পালন করে ।
আমি বুঝি চরম শব্দটির প্রণয়ী ভাষা,
যা অভিধান ঘেঁটে পাওয়া যায় না ।
হোঁচট খাওয়া মানুষ হিসেবে-
চরম সুখের অভিনয়টা আমার
ভালোমতোই রপ্ত রয়েছে ।
23/01/2016
10:06AM