একদিন ঠিকই উম্মোচিত হবে নীরবতার মোড়ক!
রাতের খোলসে ঢাকা পৃথিবী পাবে সূচালো কিরণ ।
নির্ঘুম চোখের ক্ষুধায় জ্বলে উঠবে দর্শনের তৃষ্ণা-
নির্ঝঞ্ঝাট বসে থাকা রোগের ব্যবস্থাপত্র খুঁজে,
পাওয়া যাবে ফেরানোর ব্যগ্রতা ।
অথচ, তাতে কোন আহ্বান নেই ।
.
তা দেখে, একদিন তুমিও হবে ষষ্ঠেন্দ্রিয় প্রাণী ।
একগুচ্ছ কষ্ট খেয়ে পাথর হবার কাহিনীটা-
তোমাকেও খাবে ছিঁড়ে-ফুঁড়ে ।
একদল বাষ্প ঘণীভূত হলেই তো বৃষ্টি হয়,
শ্রাবণের আকাশ বলতেই বুঝে নেবে আমার দুচোখ!