হে বাঙালী বংশধর,
চলো, একসাথে আকাশ ছুঁই ।
ভুলে গিয়ে আঙুলের মসৃণ চুম্বন
চামচের ঠোকাঠুকি করি!
একতারার গায়ে যে নীরব তাচ্ছিল্যের মরিচা
গীটারের তারে তাকে কারারুদ্ধ করি!


পান্তা ভাতের থালায় সৃষ্ট মদ বুদ হয়ে খাই!
অতঃপর,
চলো-
বাঙালিত্ব হারিয়ে যে কাঙালিত্ব পেয়েছি তা মুঠো ভরে পকেটে ভরি!
17/04/2015
02:09PM