সুন্দরের পিঠে চড়ে সাদা শকুনের আনাগোনা ।
নিয়ন আলোয় কাঁপে মানুষের চোখ-
অতঃপর, শকুনের ঠোঁটে কাঁচা গোস্তের সুগন্ধ ।
এবং পায়ের নিচে গড়াগড়ি খায় দর্শণার্থী ।
এসব দেখেই খই ফোটে কালো শকুনের মুখে,
শকুনী জাতের থাবা অন্তরালে রেখে-
হতে চাই বিশুদ্ধ ময়ুর!
আর, এতসব গিলে খায় শব্দখেকো মানুষেরা!