ঘুম দড়িতে রাতকে বেঁধে যতই করি জোর,
রাতের শেষে ভেলায় চড়ে আসে নতুন ভোর ।
রক্তলালে দৃষ্টিকাড়ে লেগেই থাকে ঘোর,
বিছনা ছেড়ে ভোর বিহানে যেই না খুলি দোর ।
.
সবুজ-শ্যামল বন-বনানী জাগায় মনে সাড়া,
ঝিলের জলে পদ্মফুলের রুপটা যে মন কাড়া ।
রক্তক্ষয়ী যুদ্ধটাতো হৃদয়ে দেয় নাড়া,
এমন লড়াই কার ঝুলিতে বাংলা মায়ের ছাড়া?
.
পদ্মাজলে ইলিশ মাছের নেই তো কোন জুড়ি
সৈকতে ফের বাড়ায় শোভা স্বচ্ছ পাথর নুড়ি ।
বিশ্বম্যাপে বাংলা মা'যে আজকে নবকুড়ি
প্রমাণ স্বরুপ উড়ছে দেখ লাল সবুজের ঘুড়ি ।