লাল থালাটির চতুর্পাশে কঙ্কালসার সবুজ
বেহুদাই ওড়ে পতপত করে! আর-
কালো মেঘে ঢেকে থাকা নীল আকাশের বরাবর
অহেতুক স্বপ্নবীজ বোনে বেওয়ারিশ মানুষেরা!
কিছুতেই বোঝেনা যে, "আকাশটা কালো মেঘে ঢাকা ।"
তাদের শিল্পিত মনে ধনাত্মক সমুদ্রের ঢেউ,
ঋতুবর্তী যুবতীর মত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা
স্বাধীনতাকেও ভাবে ষোড়শীর নৃত্য!
তারা এত দৃষ্টিহীন! টিপসই-এর অন্তরালে দেখতে পাই না
ভূ-খন্ডের অভিশাপ ।
তারা মানতে চাইনা, স্বাধীনতা আজ কোন সম্ভ্রম নয় ।
লাল সবুজ চিহ্নটা আজ বেশ্যার যোনীর মত-
যেখানে  সবাই বিনিময় খোঁজে!